বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০২০
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার উঃ খোশবাস ইউনিয়নের পয়াগচ্ছ গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবা গতরাত দেড়টায় পয়ালগছা খালের পাড়ের মৃতঃআব্দুল গফুরের ছেলে সুন্দর আলীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে পরিবারের লোকজনের আত্নচিৎকারে গ্রামের মানুষ ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস ছুটে আসে।

স্থানীয় ও বরুড়া ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনায় সুন্দর আলীর দুটি ঘর ও কামরুলের দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ইয়াসিন ইকবাল জানান,রাত দেড়টায় আগুন লাগার বিষয়ে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আসে। আমরা ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা।ক্ষতির পরিমান প্রায় চার লক্ষাধিক টাকা হবে”।

আর পড়তে পারেন