রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সংবিধান শ্রেষ্ঠ সংবিধান: শেখ হাসিনা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান প্রজন্ম, সংসদ সদস্যসহ এদেশের মানুষকে নতুন দিকনির্দেশনা দিবে।

আজ বৃহস্পতিবার ৬ এপ্রিল জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশের সংবিধানকে শ্রেষ্ঠ সংবিধান হিসেবে উল্লেখ করে বলেন, এতে সব শ্রেণী-পেশার মানুষের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার মাত্র নয় মাসের মাথায় বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান প্রণয়ন করা হয়েছিলো, যা ইতিহাসে বিরল।

বৈঠকে স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সংকলন নিয়ে ‘সংসদে বঙ্গবন্ধু’ এবং ‘মুজিব বর্ষ বিশেষ অধিবেশন’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

 

আর পড়তে পারেন