শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবার সাথে অভিমান: কুমিল্লায় মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ চার বোন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২২
news-image

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে মাদরাসায় যাওয়ার কথা বলে অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে চার বোন। সন্ধান পেতে থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)। তবে নিখোঁজের ছয় দিন পেরিয়ে গেলেও মেলেনি তাদের খোঁজ। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসঙ্গে চার সন্তানকে না পেয়ে দিশেহারা তাদের মা-বাবা ও স্বজনরা।

নিখোঁজরা হলো- উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের বড় মেয়ে আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী তাসনিম জাহান (১৮), একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্রী মারজান (১৭), ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাজিন সুলতানা (১২) ও স্থানীয় নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী মাইশা আক্তার (৭)।

জিডি সূত্রে জানা যায়, ২৬ মে সকালে মৌকরা ইউনিয়নের নারুয়া গ্রামে নানবাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয় চার বোন। কিন্তু মাদরাসা ছুটির পরও তারা বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ চার বোনের মা মাসুদা আক্তার বলেন, ‘২৫ মে তাদের বাবা তাসনিম, মারজান ও তাজিনকে বকা দেন। বিকেলে তিন বোন তাদের নানাবাড়ি চলে যায়। সেখানে থেকেই আমার ছোট মেয়ে মাইশা মাদরাসায় পড়াশোনা করে। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে তিন বোন মাদরাসার কথা বলে নানাবাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার সন্তানদের ফেরত চাই।’

তাদের মামা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমার ভগ্নিপতি মজিবুল হক গত ১৮ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। দেশে এসে তিনি ব্যবসার জন্য বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়া তিনি ডায়াবেটিস, প্রেশার ও হার্টের সমস্যা থাকার কারণে বিভিন্ন সময়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। সে সময় আমার বোন-ভাগনিদের উচ্চস্বরে কথা বলতেন। গত বুধবারও ভাগনিদের বকাঝকা করেন তিনি। এ নিয়ে চার বোন অভিমান করে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ছয় দিন তাদের না পেয়ে বোন ও ভগ্নিপতি দুজনই দিশে হারা হয়ে পড়েছে। ভাগনিদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

আর পড়তে পারেন