শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসের যাত্রীদের বাচাঁনো কন্সটেবল পারভেজের নাম যাচ্ছে পুলিশের সর্বোচ্চ পদকের জন্য

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৮, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার দাউদকান্দিতে কচুরিপানা, আর আবর্জনায় ঠাসা খাদে ডুবন্ত বাস
থেকে একটি শিশুসহ প্রায় ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে জাতীয় বীরে
পরিণত হওয়া হাইওয়ে পুলিশের কন্সটেবল পারভেজ মিয়া পুরষ্কার হিসেবে অর্থের
পাশাপাশি পুলিশের  সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তিতেও পারভেজের নাম পাঠানোর
কথা জানান হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

গতকাল শুক্রবার উদ্ধার কাজ শেষ হওয়ার সাথে সাথে হাই্ওয়ে পুলিশ কুমিল্লা
অঞ্চলের পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ১০হাজার টাকা ও ডিআইজি ৫০হাজার টাকা
পুরস্কার ঘোষনা করেন। পুলিশের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তিতেও পারভেজের
নাম পাঠানোর কথা জানান পুলিশ সুপার।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মতলবগামী যাত্রীবাহী বাস মতলব এক্সপ্রেস
দাউদকান্দি পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কচুরিপানা, আর আবর্জনায়
ঠাসা খাদে তখন জীবন বাঁচানোর আর্তনাদ জানাচ্ছিল দূর্ঘটনা কবলিতরা।
মূহুর্তেই মানুষের ভিড় জমে গেলেও কেউই আহতদের পাশে এগিয়ে আসছিলো না।

কেউ ছবি তোলা, কেউবা সেলফিতেই ব্যস্ত। মহাসড়কে কর্তব্যরত পারভেজ মিয়া
দূর্ঘটনার শব্দে রাস্তা থেকে দৌড়ে আসেন। জীবনের মায়া না করে দ্রুতই নেমে
পড়েন ডোবায়। পুরোপুরি ডুবে যাওয়া বাসটির সবগুলো গ্লাস ভেঙ্গে দেন নিজের
বুদ্ধিতে। ৭ মাসের একটি শিশুকে নিজ হাতে তুলে দেন উপরে। একে একে বেরিয়ে
আসে আটকে যাওয়া প্রায় ২০ জন যাত্রী। উদ্ধার করতে গিয়ে হাত কেটে যায়,
ব্যথাও পান শরীরের বিভিন্ন জায়গায়। পারভেজের সাহস আর বুদ্ধিমত্তার
প্রশংসা ছড়িয়ে পড়ে সর্বত্র। আবর্জনাময় ডোবায় বিষাক্ত গ্যাসের আশংকা করেন
পারভেজ, তাই যদি না ফিরে আসেন তবে যেন পেছনে বাধা গামছা ধরে তাকে উদ্ধার
করা হয় এমন কথা বলেই সে নেমে পড়ে উদ্ধার কাজে। ঘটনার প্রত্যক্ষদর্শী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উদ্ধার অভিযানের সাথে সাথেই
৫০০০টাকা দেন পারভেজ মিয়াকে। তার মতে পারভেজের সাহসী পদক্ষেপ সবার জন্য
অনুস্মরনীয়।

দূর্ঘটনা কবলিত বাসের যাত্রী গাজীপুর জজ কোর্টের সহকারী পাবলিক
প্রসিকিউটর মোঃ সাইফুল ইসলাম সরকার রিপন  বলেন , যেখানে বাসটি পড়েছে ,
অন্তত ৫/৬ জন  মারা যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লার অশেষ রহমত যে কেউ মারা
যায়নি। আর পুলিশের  কনস্টেবল যা করেছে সে জন্য তাকে পুরস্কৃত করা হলে
অন্যরা উৎসাহিত হবে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,
কনস্টেবল পারভেজ সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে যে উদ্ধার কাজটি করেছে
তাতে আমাদের পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমুর্তি উজ্জল করেছে সে।

কন্সটেবল পারভেজের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ
মাথায় রেখেই ১ বছর আগে যোগ দেন পুলিশ বাহিনীতে। তার সাহসীকতায় ফেসবুকে
প্রশংসার ঝড় বইছে।

আর পড়তে পারেন