রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ইউনিয়ন পরিষদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০২৪
news-image

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও ইউপি সদস্য গণের স্থানীয় সম্পদের আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজনে ছিলেন জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) বাস্তবায়নে বুড়িচং উপজেলা প্রশাসন।

আয়োজিত প্রশিক্ষনে উপজেলার ৯ ইউনিয়ন থেকে ৯ জন ইউপি চেয়ারম্যান, সচিব ৯ জন, ৯ হিসাব সহকারী এবং ১০৭ জন ইউপি সদস্য সহ মোট ১৩৪ জন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে ভার্চুয়ালে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট এন আই এলজি মহাপরিচালক মনোজ কুমার রায়।

সার্বিক তত্ত্বাবধানে এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
আরও প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট এন আই এলজির সহকারী পরিচালক ওমর ফারুক, বুড়িচং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মোস্তফা কামাল।

বিভিন্ন ইউনিয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মোঃ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, হাজী মোঃ বিল্লাল হোসেন, লালন হায়দার, মোঃ সাহেব আলী, এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির,ওমর ফারুক, ইউপি সচিব , আবুল মনসুর আহমেদ মজুমদার, লিয়াকত আলী, আব্দুর রহমান ভূইয়া, খাবির উদ্দিন, আব্দুল কুদ্দুস মজুমদার সোহেল রানা, আব্দুর রউফ, ইউপি সদস্য যথাক্রমে লিটন রেজা, সুলতান আহমদ মুন্সি, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।

প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সনদপত্র বিতরণ করেন।

প্রশিক্ষণ শেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের ও মোঃ সাহেব আলীর হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সনদপত্র তুলে দেন।

আর পড়তে পারেন