শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে তুহিন হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী তুহিন হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বুড়িচং উপজেলা চত্বরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে নিহত তুহিনের কলেজের সহকর্মীরা, স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “ তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।” বক্তারা আরও বলেন, “হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হন। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

পরে তারা কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি)-এর নিকটও আরেকটি স্মারকলিপি জমা দেন, যাতে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও সকল আসামির দ্রুত গ্রেফতার নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় আলোচিত তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এখনো মামলার মূল হোতারা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার,কলেজের সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।

আর পড়তে পারেন