শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০২১
news-image

 


মোঃ জামাল উদিন দুলাল :

সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়।

রবিবার ( ৭ ফেব্রুয়ারি ) দুপুরে সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু’র আয়োজনে টিকাদান কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার ও নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন,এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ-কারী কমিশনার ভূমি তাহমিদা আক্তার,ডাক্তার গোলাম রাব্বানী।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকর্তা মশিউর রহমান খান,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের নেতা ইঞ্জিনিয়ার বাছির খান।

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথম ভাগে টিকা নেন ডাক্তার মীর হোসেন মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম,সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,উপজেলা যুবলীগের নেতা হাজী মোঃ বিল্লাল হোসেন ঠিকাদারসহ ৩০ জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা।

টিকা প্রদানের সময় ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মোঃ মফিজুল ইসলাম সহ পুলিশ প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথম ভাগে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন টিকা নেন।

আর পড়তে পারেন