বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে নিখোঁজের ৭ দিন পর বরুড়া থেকে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০১৯
news-image

মহিউদ্দিন ভূইয়া/সাকিব আল হেলালঃ

কুমিল্লায় নিখোঁজের ৭  দিন পর নারায়ণ চন্দ্রের (৫৪) মরদেহ উদ্ধার করেছে বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চান্দিনা উপজেলার পিহর গ্রামের হর গোবিন্দের মেয়ে উর্মিল্লা চক্রবর্তী (সুমা) (৩২) ও তার ভাই শংকরকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত নারায়ণ চন্দ্র কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকার বাসিন্দা।

বুধবার (২৬ জুন) সকালে কুমিল্লার বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের রাস্তার পাশের একটি ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই শাহিন কাদির জানায়, ৭ দিন আগে নারায়ন চন্দ্র এলাকা থেকে নিখোঁজ হয়। পরে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করে তাঁর পরিবার। এর পর গত ৫ দিন ধরে পুলিশ মোবাইল ট্যাকিং করে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন থেকে মঙ্গলবার রাতে সন্দেহভাজন আসামি সুমা ও শংকরকে আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ভোররাতে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সকালে তাদের নিয়ে বরুড়া উপজেলার বড় হাতুয়া গ্রামের রাস্তার পাশের ঝোঁপ থেকে নিখোঁজ নারায়নের বস্তাবন্দি মরদেহ  উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পরকিয়া সম্পর্কের জেরে নারায়নের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের পর নারায়নকে কৌশলে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে উর্মিল্লা চক্রবর্তী (সুমা) ও তার ভাই শংকর।

 

 

আর পড়তে পারেন