মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহত্তর কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কার্যক্রমের বার্ষিক মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃহত্তর কুমিল্লার কৃত্রিম প্রজনন কার্যক্রমের বার্ষিক মূল্যায়ন সভা উপলক্ষে

শনিবার বেলা ১১ টায় কুমিল্লা নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ডাঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজি ওয়াছি উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ ডাঃ শেখ আজিজুর রহমান, উপ-পরিচালক কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদন এ কে এম আরিফুল ইসলাম শাহিন, এ আই ই টির প্রকল্প পরিচালক ড. মোঃ বেলাল হোসেন, কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মন্ডল।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপনা করেন বৃহত্তর কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক (এ,পি) কৃষিবিদ মোঃ শাহজামান খান, কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এফ এম রকিবুল ইসলাম, কুমিল্লা কৃত্রিম প্রজনন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সাহেদ আহমদ, বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রকল্প) এ বি এম কাউছার আহমেদ। মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এফ এ এ/আই মোঃ ফেরদাউস কামাল, সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ অফিসের এফ এ এ/ আই মোঃ মোবারক হোসেন।

ভিএস জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সরকার, বঙ্গবন্ধু এই টেকনিশিয়ান কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, জেলা কুমিল্লা কৃত্রিম প্রজনন কেন্দ্রের হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার প্রিয়ত্যেষ দত্ত, ডাটা সংগ্রহকারি মোল্লা মবিনুর রহমানসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেইরি খামারিদের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য পেতে সাধারণ মানুষকে প্রতিদিন পরিমিত পরিমানে দুধ খেতে উৎসাহিত করতে হবে। তাহলে দুধের চাহিদা যেমন বৃদ্ধি পাবে তেমনি সুষম খাবার দুধের অপচয় রোধ হবে। প্রাণি সম্পদ এগোলে দেশ এগিয়ে যাবে। এছাড়াও আলোচনা সভা শেষে বৃহত্তর কুমিল্লা জেলার সকল উপজেলা ও ইউনিয়নে কৃত্রিম প্রজননে শতভাগ দায়িত্বশীল কাজের জন্য এ আই টেকনিশিয়ান ও এফ.এ.এ/আই সহ ৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আর পড়তে পারেন