বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় আমেরিকা প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা, থানায় অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই ৯নং (আলী আকবর মুন্সি বাড়িতে) এলাকার শফিকুল ইসলাম গং ও মৃত সুন্দর আলী গং দের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। পৈতৃক সম্পত্তি যাহার খতিয়ান নং:- ৩৪০২, বিএস খতিয়ান নং:-২৫৭৫, দাগ নং:-৭৩১৮,৭৩২৪, ১৫ শতক জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করে আসছে।

এ নিয়ে শফিকুল ইসলাম গং কুমিল্লা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দক্ষিণ আদালতে ০৭/০৭/২০২৫ তারিখ ৫ জনের নাম উল্লেখ করে মৃত শফিকুল ইসলামের ছেলে আমেরিকা প্রবাসী সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের বড় ভাই সোহরাব হোসেন(৩২) একটি মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন শিদলাই ৯নং ওয়ার্ডের মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া(৫৫), অলি উল্লাহ মেন্টু(৫০), বেদন মিয়া(৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন(৩৪), মোঃ জুয়েল রানা(৩২)। এখনো মামলা চলমান রয়েছে।

আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারাসহ কিছু বহিরাগত লোকজন ভাড়া করে জোরপূর্বক ভাবে গত ২১ জানুয়ারি সকালে আমার বাড়ীর দক্ষিণ পাশে পুকুর পাড়ের অনেক গুলো গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাঁধা প্রদান করতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কেউ বাঁধা দিতে আসলে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে আমরা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, থানা পুলিশ পরামর্শ দেন লিখিত অভিযোগ করার জন্য। পরে আমি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করি।

অভিযুক্তব্যক্তিরা হলেন- মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া(৫৫), অলি উল্লাহ মেন্টু(৫০), বেদন মিয়া(৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন(৩৪), নানু মিয়ার ছেলে মোঃ জুয়েল রানা(৩২), অলি উল্লাহ মেন্টুর ছেলে মোঃ হাবিব(২০)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।

বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন বিবাদীগণ গাছ কাটছে। পরে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এখন আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এএসআই কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই কিছু লোক গাছ কাটতেছে।৷ দু’পক্ষকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

আর পড়তে পারেন