শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতাল বন্ধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২৩
news-image

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ( শশীদল ইউনিয়ন এর হরি মঙ্গল) লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

এনিয়ে কুমিল্লা সিভিল সার্জেন অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার(৪ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন অফিসের নির্দেশে ওই হাসপাতালের সকল কার্যক্রম মৌখিক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন। তবে বুধবার সকালে সরেজমিনে ঘুরে এসে দেখা যায়, মঙ্গলবার মৌখিকভাবে বন্ধ ঘোষণা করলেও হসপিটাল কর্তৃপক্ষ এক সাটার লাগিয়ে ওই হসপিটালের ভিতরে সকল কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিটি হাসপাতালের কোন লাইসেন্স নাই। হাসপাতাল মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে বোকা বানিয়ে লিফলেট, ফেস্টুন ও বড় বড় সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করছেন।

প্রতিষ্ঠানে অবৈধভাবে চলছে রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা। চেম্বারে নিয়মিত না বসলেও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে চিকিৎসকদের নাম লেখা হচ্ছে। ফলে রোগীরা প্রতারণা শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকা, প্যাথলজিস্ট, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের মধ্যে মাসের পর মাস হসপিটালের কার্যক্রম চলছে।

লাইসেন্সবিহীন অবৈধ ইউনিটি হসপিটালে চিকিৎসা সেবার মানসম্মত কোন পরিবেশ নেই বলেও অভিযোগ পাওয়া যায়। হাসপাতাল প্রতিষ্ঠায় জরুরি বিভাগ, শীতাতপ নিয়ন্ত্রিত ঝুঁকিমুক্ত অপারেশন থিয়েটার, চিকিৎসার জন্য যন্ত্রপাতি, ঔষুধ বর্জ্য ব্যবস্থাপনা ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরি নেই। এই ইউনিটি হসপিটালের বড় বড় সাইনবোর্ডে একাধিক চিকিৎসকের নাম থাকলেও তারা নিয়মিত চেম্বারে বসেন না। মালিকপক্ষ এসব চিকিৎসকেদের সাথে চুক্তি করে সাইনবোর্ডে তাদের নাম ব্যবহারের মাধ্যমে রোগীদের ঠকাচ্ছে।

সিভিল সাজর্ন অফিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সুযোগ দেয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের একাধিক পরিচালক বলেন আমরা লাইসেন্স এর জন্য আবেদন করেছি। আমরা আশা করি কিছু দিনের মধ্যে পেয়ে যাবো।  সিভিল সার্জেন অফিসের প্রতিনিধি দল সাময়িকভাবে বন্ধ রাখার নিদের্শ দেন। আমরা বন্ধ রেখেছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন বলেন,
ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল বাজারে ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। লাইসেন্সবিহীন কোন হাসপাতাল পরিচালনা করার কোন সুযোগ নেই। কুমিল্লা সিভিল সার্জেন এর নিদের্শে গত মঙ্গলবার আমরা ওই হাসপাতালের সকল কর্যক্রম মৌখিকভাবে বন্ধ রাখার নিদেশ দিয়েছি। পরবর্তী নির্দেশ না আসার পর্যন্ত ইউনিটি হাসপাতালের কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

আর পড়তে পারেন