বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলায় ৮ জনের সাজা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার খাড়াসা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে দুইবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জারিমাান অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে এক বছর করে কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার সময় সব আসামি উপস্থিত থাকলেও পলাতক ছিলেন জাকির হোসেন ইকবাল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জানুয়ারি রাত ৮টায় হত্যার উদ্দেশ্যে হামলা চালায় খাড়াসা গ্রামের কাঞ্চন মিয়ার চার ছেলেসহ তাদের সাঙ্গপাঙ্গরা। তারা রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে মাহাবুব আলমের উপর হামলা করে। পরে তাকে গুরতর অবস্থা ঢাকা মেডিকেলে নেয়া হয়। আদালত মামলার সাক্ষ্য শুনানি শেষে দ্রুত সময়ে রায় দেন।

মাহাবুব আলম আশুগঞ্জ সদর ইউপি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

আর পড়তে পারেন