বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ: বাংলাদেশের বিজয়ীদের নাম ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০২২
news-image

ডেস্ক রিপোর্ট:

দেশের তরুণদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের প্রতি উৎসাহিত ও সহায়তা করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন বৃত্তি এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উচ্চাকাংক্ষী তরুণদের তাদের অ্যাকাডেমিক স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে সহয়তা করার প্রয়াসে ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস প্রাইজ চালু করে, যা তাদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সারা বিশ্বের ইংরেজি ভাষী বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পছন্দের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স করার সুযোগ প্রদান করে। আইএলটিএস পরীক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর জন্য ৩ হাজার পাউন্ড দিয়ে সহায়তা করতে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২১-২০২২ এর বিজয়ী ও প্রাপকদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত।

এই প্রতিযোগিতাটি বাংলাদেশ সহ বিশ্বের দশটি দেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিলো। প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচন করা হয়। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার সুবিধা প্রদানের পাশাপাশি, আইইএলটিএস প্রাইজ তাদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করে, তাদেরকে নতুন দেশ ভ্রমণের, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হতে এবং সারা বিশ্বের আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ করে দেয়।

আইইএলটিএস প্রাইজ ২০২১-২২ এর বিজয়ীরা হলেন: রুবাইয়া চৌধুরী, রোহান খান, লামিয়া মহসিন, শিকদার মিয়াঘি, আবির চৌধুরী, তানভী হাওলাদার ও রিয়ানা আফরোজ।

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল একটি অনলাইন পুরস্কার অনুষ্ঠানের আযােজন করে, যেখানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর জিম ও’নিল বিজয়ীদের অভিনন্দন জানান। বিজয়ীদের উদ্দেশ্যে জিম বলেন, “আমরা এতো অসাধারণ সাবমিশন পেয়েছি যে, পুরস্কার প্রদানের জন্য চূড়ান্ত বিজয়ী নির্বাচনের কাজটি একেবারেই সহজ ছিলো না। আপনারা যারা আজকে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন, সকলেই অসম্ভব ভালো করেছেন এবং আমি আপনাদের শুভ কামনা জানাই।”

অনলাইন অনুষ্ঠানে সকল বিজয়ী তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতা ও আনন্দের কথা শেয়ার করেন। সাতজন বিজয়ীর একজন লামিয়া মহসিন, নাম ঘোষণার পর তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই আইইএলটিএস প্রাইজ বিশ্বের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের স্বপ্ন পূরণে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি।”

বাংলাদেশের আবেদনকারীরা এই পুরস্কার, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলো দেখতে ভিজিট করতে পারেন: https://bdbritish.org/british-council-ielts-prize

আর পড়তে পারেন