শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপার কাছাকাছি বার্সেলোনা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

রোমা ম্যাচের ভূতটা আবারও ভর করতে বসেছিল বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সেরা অঘটনের একটি ঘটিয়ে বিদায় নেওয়ার দুঃখ আজ আরও বাড়িয়ে দিতে বসেছিল আর্নেস্তো ভালভার্দের দল। শেষের মিনিটগুলোতে সমর্থকদের বেশ কয়বার ভয়ের শিহরণ জাগিয়ে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারাল। নিজেদের মাঠে পাওয়া পুরো তিন পয়েন্ট বার্সেলোনাকে আরও একটু এগিয়ে নিল শিরোপার পথে। শেষ ৬ ম্যাচ থেকে আর মাত্র ৭ পয়েন্ট চাই তাদের লিগ শিরোপা পুনরুদ্ধার করতে।

১৫ মিনিটে লুইস সুয়ারেজে গোলে এগিয়ে যাওয়ার পরও ব্যবধান বাড়িয়ে নিতে পারছিল না বার্সেলোনা। ৫১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ২-০ করেন স্যামুয়েল উমতিতি। রক্ষণে যাঁর পারফরম্যান্স নিয়ে অনেকেরই প্রশ্ন। যদিও বার্সাকে ডোবাতে বসেছিলেন ডেমবেলে। তাঁর ফাউলে পেনাল্টি পেয়ে যায় ভ্যালেন্সিয়া। বাঁয়ে ঝাঁপিয়ে বলটা প্রায় রুখে দিলেও গোলটার লাইন পেরোনো থামাতে পারেনি গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। শেষ পর্যন্ত বার্সাকে পয়েন্ট হারাতে হয়নি। দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্টে এগিয়ে থাকলেন লিওনেল মেসিরা।

আর পড়তে পারেন