মনোনয়ন বঞ্চিত দোলা সমর্থকদের বিক্ষোভ, কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন সামিরা আজিম দোলা সমর্থকরা। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ ও লাকসাম থেকে হাজারো নেতাকর্মীরা কুমিল্লা -নোয়াখালী মহাসড়ক অবরোধ সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আবুল কালামের প্রার্থিতা বাতিল এবং সামিরা আজিম দোলাকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, সামিরা আজিম দোলা আজিম সাহেবের মেয়ে আজিম সাহেব দলের সংকটকালেও সবসময় মাঠে ছিলেন, আজিম সাহেবের মেয়ে নিজ দক্ষতা এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন, তৃ্নমুল তাকে চায় অথচ তাকে উপেক্ষা করে প্রার্থীতা দেওয়া হয়েছে।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘কালামের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’—এমন স্লোগান দেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।










