বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিচাইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান: এমপি প্রাণ গোপালের ইউনিয়নে নৌকার পরাজয়

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর শোচনীয় পরাজয় হয়েছে। এমপি প্রাণ গোপালের ইউনিয়নে  চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট। নির্বাচনের আগেই এমপি প্রাণ গোপালের লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এমপি প্রাণ গোপালের লোকজনের প্রচারণার ভিডিও ভাইরাল হয়েছিল।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে নির্ধারিত সময় ৪টার পরও চলে ভোট গ্রহণ। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কন্ট্রোল রোম থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকে কামরুল হাসান ভূইয়া পেয়েছেন ২ হাজার ১৩৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।

ওই ইউনিয়নে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাতি ৩ প্রার্থীর মধ্যে অটোরিক্সা প্রতীক নিয়ে লোকমান হোসেন শাহজাহান ১ হাজার ৮৩৬ ভোট, চশমা প্রতীক নিয়ে ময়নাল হোসেন ভূইয়া পেয়েছেন ৬৫৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোজাম্মেল হক পেয়েছেন ১ হাজার ৫৯৮ ভোট।

আর পড়তে পারেন