শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিচাইল ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় এমপি প্রাণ গোপালের নেতাকর্মীরা !

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২২
news-image

বিশেষ প্রতিবেদন:

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এমপি ডা. প্রাণ গোপালের বাড়ি এই ইউনিয়নে। আর এই ইউপিতেই নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদারের ভোটের মাঠের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এমপির লোকজন স্বতন্ত্র প্রার্থী আনারসের পক্ষে কাজ করছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানায় । সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও এমন বার্তা প্রকাশ পেয়েছে। এছাড়াও আরেকটি ভিডিওতে মাইজখারের ইউপি চেয়ারম্যান সেলিম প্রধানকে আনারসের নির্বাচনী প্রচারণায় হাততালি অংশগ্রহণ করতে দেখা গেছে। এই সেলিম প্রধান এমপি ডা. প্রাণ গোপাল দত্তের অন্যতম আস্থাভাজন নেতা বলে সর্ব পরিচিত।

ভোট গ্রহণ হতে যাচ্ছে ২ নভেম্বর। মাঠের লড়াইয়ের আনারস প্রতিকের মাকসুদা আক্তার ও মোটরসাইকেল প্রতিকের কামরুল হাসান ভূইয়ার অবস্থান বেশ ভাল বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্রমতে, এমপি প্রাণ গোপাল সমর্থিত নেতাকর্মীরা মুখে মুখে নৌকার কথা বললেও গোপনে সক্রিয়ভাবে আনারস প্রতিকের জন্য কাজ করছেন। সম্প্রতি একটি উঠোন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। যেখানে বলতে শোনা গেছে- দাদার (এমপি প্রাণ গোপাল) সিগন্যাল আনারস প্রতিকের উপর। নৌকা প্রতিকের প্রার্থী আবু মুছা মূলত প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফ সমর্থিত। তাই এমপি গ্রুপ কৌশলে নৌকা প্রতিকের প্রার্থীকে এড়িয়ে চলছেন। বিগত ইউপি নির্বাচনগুলোতে একই অবস্থানে ছিলেন এমপি গ্রুপ। উপজেলা আ’লীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। কারণ হিসেবে জানা যায়, এমপি প্রাণ গোপালের নেতৃবৃন্দরা নির্বাচনগুলোতে নৌকার বিপক্ষেই কাজ করেছিল। ফলে দলীয় কোন্দলে নৌকার ভরাডুবি হয়েছে। এবারের মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই পরিণতির দিকে যাচ্ছে নৌকার প্রার্থী, স্থানীয়দের মত এমনই।

নানা কারণে বিলম্বিত হয়ে চলতি বছরের ৬ জুন এই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠের নামার পর গত ১১ জুলাই দিনগত রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিন এর মৃত্যুতে গত ২০ জুলাই ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর পুণঃতফসিল ঘোষনায় আগামী ২ নভেম্বর ওই ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার (নৌকা), নির্বাচন চলাকালিন সময়ে মৃত্যুবরণকারী প্রার্থী একেএম রুহুল আমিন এর স্ত্রী মাকসুদা আক্তার (আনারস), কামরুল হাসান ভূইয়া (মটরসাইকেল), ময়নাল হোসেন ভূইয়া (চশমা) মোজাম্মেল হক সরকার (ঘোড়া), লোকমান হোসেন শাহজাহান (অটোরিক্সা)।

এই ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে রয়েছে প্রায় ৭ হাজার ভোট। এখানে মোটরসাইকেল প্রতিকের কামরুল হাসান ভূইয়ার বাড়ি। এখানে তার অবস্থানই বেশ ভাল বলে জানা গেছে। ১ নং ওয়ার্ডে এমপি প্রাণ গোপালের বাড়ি। ৫ নং ওয়ার্ডে এলডিপির ময়নাল হোসেনের (চশমা) বাড়ি। যদিও এলডিপি সমর্থণ দেয়নি বলে জানা গেছে। ৬ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী আবু মুছা ও অটোরিক্সা প্রতিকের প্রার্থী লোকমান হোসেন শাহজাহানের বাড়ি। এখানে ভোট প্রায় ১৭০০ । ৪,৮ ও ৯ নং ওয়ার্ডে আনারস প্রতিকের মাকসুদা আক্তারের অবস্থান বেশ ভাল। এই তিন ওয়ার্ডে মোট ভোট প্রায় ৬ হাজার। এই ইউনিয়নে প্রায় ১ হাজার হিন্দু ভোটার রয়েছে।

বিভিন্ন সূত্রমতে, নৌকা প্রতিকের প্রার্থী আবু মুছা স্থানীয় এমপি প্রাণ গোপালের কাছে গিয়ে সমর্থণ আদায়ের চেষ্টা করছেন। এমপি গ্রুপের লোকজন মুখে আশ্বাস দিলেও কাজ করছেন আনারস প্রতিকের পক্ষে । এমন তথ্যই রয়েছে চারদিকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়-

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন জানান, দাদা সব সময় নৌকার পক্ষে । নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। কিছু অপপ্রচারকারি দাদার (এমপি ডা.প্রাণ গোপাল) বিপক্ষে ষড়যন্ত্রে নেমেছে।

আর পড়তে পারেন