বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বির্তক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।


১০ মে অনুষ্ঠিত এ বির্তক প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন, বিপিএম।


এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( জেলা বিশেষ শাখা) মোঃ শাখাওয়াত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাসব্যাপি এ বির্তক প্রতিযোগিতায় ১৭টি থানার প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। সর্বমোট ৭১ টি বির্তক অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন