বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার মিষ্টি দোকান মালিককে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৩, ২০১৭
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় চার মিষ্টি দোকানীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিষ্টির পেকেটের ওজন বেশি হওয়ায়, দোকানের ময়লা পানি স্কুলের পাশে ফেলার অপরাধে, দোকানের ভতরে অপরিস্কার থাকায় ও পঁচা দুর্গন্ধযুক্ত মিষ্টি পাওয়ায় এ জরিমানা আদায় করা হয়।
বুধবার দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের ।
ছেনিটারী ইনিসপেক্টর মোঃ খালেদ মাহমুদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের নেতৃত্বে মুরাদনগর বাজারে এ অভিযান চালান। এ সময় বাজারের সাথে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের পাশে দোকানের ময়লা পানি ফেলার অপরাধে এবং দোকানের ভিতরে অপরিস্কার পঁচা দুর্গন্ধযুক্ত মিষ্টি থাকায় বিসমিল্লা মিষ্টি ভান্ডার কে ৫০ হাজার টাকা, মিষ্টির পেকেটের ওজন ৪০০ গ্রাম হওয়ায় মাতৃভান্ডারকে ৩০ হাজার টাকা, মিষ্টির প্যাকেটের ওজন ১৮০ গ্রাম হওয়ায় আদর্শ মিষ্টি ভান্ডার কে ১০ হাজার টাকা, মিষ্টির পেকেটের ওজন ১৪০ গ্রাম হওয়ায় মুসলিম মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা। সর্বমোট চারটি মিষ্টির দোকানে ৯৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন