শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ১৪টি গ্রামকে মাদকমুক্ত ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এই প্রথম ১৪টি গ্রামকে মাদকমুক্ত ঘোষণা দিয়েছে ২২নং টনকি ইউনিয়ন। মাদকমুক্ত গ্রামের তালিকায় রয়েছে টনকি ইউনিয়নের চৈনপুর, সোনারামপুর, কমলপুর, টনকী, বৈলাবাড়ী, মাজুর, বড়পুকুরিয়া, আলিনগর, বাইড়া, লালপুর, দুইরা, পূর্বঘোড়াশাল, জামালপুর ও অনন্তপুর।

বৃহস্পতিবার দুপুরে টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় এ ঘোষণা দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম।

ইউনিয়ন পরিষদের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তানিমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক কামরুল হাসান মিকাইল ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, টনকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার আবু সায়েম, ইউপি সচিব জাকির হোসেন, ইউপি সদস্য কাওছার, জসিম উদ্দিন, ইদ্দ্রিস মিয়া, নজরুল ইসলাম, আ: রহিম প্রমুখ।

আর পড়তে পারেন