বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজানে কুমিল্লার মসজিদ গুলোতে বেড়েছে মুসল্লিদের স্রোত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
মাহে রমজানে কুমিল্লার মসজিদে মসজিদে দেখাগেছে অন্যরকম এক দৃশ্য। প্রচণ্ড গরম উপেক্ষা করে শহরের মসজিদগুলোতে

পাঁচ ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজে বেড়েছে মুসল্লিদের বিপুল সমাগম।

বিশেষ করে তারাবির নামাজে মসজিদ গুলোতে দেখাগেছে মুসল্লিদের ঢল। বড় বড় মসজিদ গুলো উপচিয়ে মসজিদের আঙ্গিনা এবং পার্শ্ববর্তী রাস্তায় ও দেখা গেছে মুসল্লিদের স্রোত।

শহরের ঐতিহ্যবাহী কুমিল্লা কান্দিরপাড়ের জামে মসজিদ, রাজগঞ্জ জামে মসজিদ, টমছমব্রিজ জামে মসজিদ, চকবাজার জামে মসজিদ ও দেখাগেছে এই দৃশ্য। মুসল্লিদের মাঝে দেখাগেছে যুবকও তরুণদের সংখ্যাই বেশী।

গত এক মাস ধরে কুমিল্লায় প্রচন্ড দাবদাহ অব্যাহত রয়েছে। মাঝখানে হাললকা পাতলা বৃষ্টি হলেও তাপমাত্রায় কোন পরিবর্তন হয়নি। এর মাঝেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।

প্রচন্ড গরমে রোজা রেখে মসজিদে মুসল্লি বৃদ্ধির বিষয়টি ভাল লক্ষণ বলেই মনে করছেন কুমিল্লার মানুষ।

আর পড়তে পারেন