মেঘনায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, ডা. এম. এ. কাইয়ুম, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, আতাউর রহমান ভূঁইয়া ও হুমায়ুন কবির।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ, নূরউদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন ও সদস্য সচিব জাকির মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি জাতির মুক্তি ও জাতীয় ঐক্যের প্রতীক।
প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব আমাদের জাতীয় ইতিহাসে গৌরবের দিন। এই চেতনা থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা উপজেলা থেকে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।











