শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ ও বিজয়পুর প্রবাসী কল্যাণ পরিষদ- কুয়েত এবং গাজী ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়।

গাজী ফাউন্ডেশন ও বিজয়পুর প্রবাসী কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর দাতা সদস্য হৃদয় হাশেম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত বিজয়পুর প্রাক্তন ছাত্র- ছাত্রী সংসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল মজুমদার, সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর জহিরুল ইসলাম , আইসিটি পরামর্শক আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী, প্রবাসী ও সমাজসেবক রাহাদ মজুমদার, মো: কামাল হোসেন, মোহাম্মদ আবদুল , মো: আলমগীর হোসেনসহ উপস্থিত ছিলেন গাজী ফাউন্ডেশন এর সদস্য এম কে আলম সাঈফ , সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক সদস্য মায়ের আদরের সন্তান হাবিব ,মো: রাকিবুল হাসান, মোহাম্মদ আবির, সাজ্জাদ হোসাইন রাকিব , সদস্য এইচএম জুয়েল ইসলাম, শান্ত রায়সহ মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

এই সময়ে উপস্থিত বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর ফান্ড গঠন নিয়ে আলোচনা করেন। আলোচনার মাঝে শিক্ষার্থীদের পাশে সকল ধরনের সাহায্য সহযোগিতা যখন যা প্রয়োজন তা দেবার প্রতিশ্রুতি দেন সেই সাথে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর জন্য ১ লক্ষ টাকার ফান্ড গঠন করে দিবেন এই বছরে তার প্রতিশ্রুতি দেন মোহাম্মদ ইয়াসিন গাজী ফাউন্ডেশন ও বিজয়পুর প্রবাসী কল্যাণ পরিষদ- কুয়েত এর সভাপতি।

আর পড়তে পারেন