শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের নির্বাচন ইশতেহারে ১২ টি প্রতিশ্রুতি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০২৪
news-image

শাহ ইমরান:

কুসিক উপনির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মেয়র নির্বাচিত হলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা উপহার দেওয়ার ঘোষণা দিয়ে নিজাম উদ্দিন কায়সার তাঁর কর্ম পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ইশতেহারে তিনি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়া, জলাবদ্ধতা ও যানজট নিরসন, নৈতিক শক্তির পুনরুদ্ধার, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, স্বাস্থ্য সেবা, ক্রীড়া-সংস্কৃতি, খাদ্য ও নগর কৃষি, পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুশিক্ষাসহ ১২টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন।

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রতিটি শহর নির্মাণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরি, যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ।

আর পড়তে পারেন