শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যদি আসো আমার কুঞ্জে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০২১
news-image

এ কে সরকার শাওন:

সময় পেলে এসো বন্ধু
আমার কুঞ্জছায়া
পথ চেয়ে প্রহর গুনবো
বারো মাসই আশায়!

ফুলের মালা ফলের ডালা
সাজিয়ে রাখবো যতনে!
নানা বাহারী মনোহারী
চিন্তন ভাসছে মনে!

যদি আসো বৈশাখ মাসে
সেজে সবুজে লালে!
প্রণয়গাথায় খৈ ফোটাবো
আবেগের ছিপি খুলে!

কৃঞ্চচূড়ার মুকুট পড়াবো
তোমায় ভালোবেসে!
গলে পড়াবো গাঁদার হার
ডাগর চোখে ভেসে!

কচি তালের শাঁস খাওয়াবো
যদি আসো মধুমাসে!
ঝুমকা জবা পড়াবো কর্ণে
খেলাচ্ছলে উচ্ছ্বাসে!

খৈ দুধে আম খাওয়াবো
কাঁঠাল চিড়ায় গুড়;
কালো জামে ঠোঁট রাঙ্গাবো
মিষ্টি রসে ভরপুর!

আষাঢ়ে বর্ষায় হলুদ করবী
গুঁজে দিবো এলো খোঁপায়!
কদম ফুলের কবিতা শুনাবো
দোল খেতে খেতে দোলনায়!

শ্রাবণ ধারায় বৃষ্টির ছোঁয়ায়
নেচে উল্লাসে মাতবো!
পাতা পানিতে সবুজ ঘাসে
কাঁদা মাখামাখি খেলবো!

ভাদ্র মাসে দাওয়ায় বসে
খাবো তালের পিঠ পুরি!
আকাশপানে মেঘের ভেলা
খেলবে লুকোচুরি!

আশ্বিনের সাত সকালে
শিউলী কুড়াবো দু’জনে!
মন মাতানো স্নিগ্ধ বিকেল
স্মরনীয় রবে কাশবনে!

কার্তিকের হিমেল রাতে
কৃত্তিকা ও আর্দ্রাকে খুঁজবো ;
ঘাসের গালিচায় শুয়ে শুয়ে
স্বপ্নের জাল বুনবো!

অগ্রহায়ণে চোখ জুড়াবে
গোলার কাঁচা সোনা ধান!
নবান্ন গাঁথা নাট্য কথকতা
সুর ছন্দে ভোলাবে প্রাণ!

পৌষে পার্বণে পিঠাপুলিতে
মন হবে চনমনে!
কাঁচা পিরিত কাঁপাবে ভিত
অভিভাবকের মনে!

কৈ চিংড়ির দোপিয়াজো
সর্ষের ঝোলে মাগুর!
বাহারী ব্যান্জনে বিলাসী ভোজে
তুলবে তৃপ্তির ঢেকুর!

মাঘী শীতে বাদ্য গীতে
বিমোহিত তনু মন!
চায়ের ধোঁয়ার কুন্ডলিতে
ঠোঁটে জাগবে শিহরণ !

ফাল্গুনী হাওয়ায় মন উড়বে
শর্ষের হলুদ ক্ষেতে;
সুর-লহরী ঝংকৃত হবে
বাসন্তী উৎসবে মেতে!

চৈতী রাতে পূর্ণিমার স্রোতে
ভাসবো জ্যোছনার অবগাহনে!
তনুর ফাগুন জ্বালবে আগুন
সুন্দর আগামী নির্মানে!

কবিতা: যদি আসো আমার কুঞ্জে
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা!

আর পড়তে পারেন