বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হেমন্ত দিনে-সোলায়মান আহমাদ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৬, ২০১৮
news-image

সোলায়মান আহমাদ•


শিশির ভেজা নরম ঘাসে
হাঁটবো খালি পায়
ফর্সা রঙের কুয়াশা ভোর
দেখবো সারা গাঁয়।

খানিক বাদে মিষ্টি রোদের
দেখবো হাসির দিন
কৃষক আমন ধান কেটে তার
করবে পূরণ ঋণ।

শিউলি, ছাতিম, গন্ধরাজের
বসবে খুশির মেলা
ঢেঁকির তালে, গানের সুরে
কাটবে বিকেল বেলা।

সন্ধ্যা হলে সবাই মিলে
যাবো বাউন গানে
হিম ধরানো শীতের রাতে
কাথা গায়ে টানে।

এমন স্বাদের সময় দিতে
এলো হেমন্ত
মৃদু হাওয়া দুলছে দেখো
দিক দিগন্ত।

আর পড়তে পারেন