শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

যা সে সব মার্কিন কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা বিদেশি টেলিকম ব্যবহার করেন। ধারণা করা হচ্ছে এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে আছে। তবে ট্রাম্প নির্দিষ্টভাবে কোনও কোম্পানির নাম উল্লেখ করেননি।

যাইহোক, বিশেষজ্ঞরা মনে করছেন এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে ,চীনের তৈরি কোম্পানি পন্য নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে।

চীনের এই কোম্পানি যারা টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানি তারা অস্বীকার করে বলেছে তাদের কাজ কোনও ঝুঁকি তৈরি করছে না।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশর লক্ষ্য হল ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে আমেরিকাকে রক্ষা করা।

আর পড়তে পারেন