শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যে কোন উপায়ে হোক নুরু কন্ট্রাক্টারের খুনিদের গ্রেফতার করতে হবে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
১১ জুন সোমবার বেলা ১১টায় হাইমচর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহি অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, হাইমচরের আইন শৃংখলা রক্ষায় অতিদ্রুত বহুল আলোচিত নুরু কন্ট্রাক্টারের খুনিদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাড় করাতে হবে। যদি দ্রুত খুনিদের গ্রেফতার করা না হয় তাহলে আইন শৃংখলার অবনতি হওয়ার আশংখা উড়িয়ে দেয়া যায় না। এসময় উপজেলা নির্বাহি অফিসার বলেন আইন শৃংখলা রক্ষায় প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

এ ছাড়া চাঁদপুর হাইমচরের সিএনজি ভাড়া ৫০ টাকার বেশি নেওয়া যাবে না এবং আইন শৃংখলা রক্ষায় প্রতিটি লঞ্চ ঘাটসহ প্রত্যেকটি বাজারে পুলিশের টহল বাড়ানো সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমাদার, অফিসার ইনচার্জ রনোজিত রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. খুরশিদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এক এম মীর হোসেন, সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিগন।

আর পড়তে পারেন