বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রনিসহ প্রার্থীতা ফিরে পেয়েছেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৮
news-image

 

ডেক্স রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের বাতিল হওয়া মনোনয়নের ওপর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত রয়েছেন।

শুনানি শেষে যারা প্রার্থীতা ফিরে পেয়েছেন তারা হলেন– বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টন, ঝিনাইদাহ-১ বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব, ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ, ঝিনাইদহ-৩ কামরুজ্জামান স্বাধীন, ঝিনাইদহ-৪ আব্দুল মান্নান, ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন, ঢাকা-১৪ আসনে জাকের পার্টির জাকির হোসেন, ঢাকা ১৪ বিএনপির আবুবকর সিদ্দিক, কিশোরঞ্জ-২ আসনে মেজর (অব) মো আখতারুজ্জামান, পটুয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থী গোলাম মওলা রনি, ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশরাফ, ঢাকা-৫ আসনে মো সেলিম ভূঁইয়া, মাদারীপুর-৩ আসনের মো. আবদুল খালেক, পটুয়াখালী-৩ বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান খান, সিলেট-৩ বিএনপির যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাতক্ষীরা-২ আসনে জেএসডি মনোনীত প্রার্থী আফসার আলী, গাজীপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, রংপুর-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান রোমান, সিরাজগঞ্জ-৩ আসনে মো. আইনাল হক, গাজীপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম ও মো. জয়নাল আবেদীন, কুমিল্লা-৩ কে এম মুজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইসলামী আন্দোলনের সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন,ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মামুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু আসিফ।

মাদরীপুর-১ জহিরুল ইসলাম মিন্টু, জয়পুরহাট-১ ফজলুর রহমান, খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, হবিগঞ্জ-১ আসনে ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল হেলাল, চাঁপাইনবাবগঞ্জ-১ শামসুল হুদা, সিরাজঞ্জ-৩ আয়নাল হক, নেত্রকোনা-১ নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ আফসার আলী, মানিকগঞ্জ-২ আবিদুর রহমান, গাজপুর-৩ এক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী, মানিকগঞ্জ-১ মো তোজাম্মেল হক, সিলেট-৫ ফয়জুল মুনীর চৌধুরী, ময়মনসিংহ-৩ আহাম্মদ তায়েবুর রহমান, কুড়িগ্রাম-৪ ইউনুছ আলী, বরিশাল-২ আনিচুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ আনোর আহাম্মদ লিটন, পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে মো. মাহফুজার রহমান,পটুয়াখালী-৩; সুমন সন্যামত।

এর আগে গত ২ রা ডিসেম্বর সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই করে ৭৮৬ মনোয়নয়নপ্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল করে। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত তিনদিন নির্বাচন কমিশনের আপিল আবেদন করেন ৫৪৩ প্রার্থী। আজ থেকে এই আবেদনের ওপর শুনানী। এই শুনানী চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত।

আর পড়তে পারেন