বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহী গামী পদ্মা এক্সপ্রেস, চলন্ত ট্রেনেই জন্ম নিল শিশু

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে চলন্ত ট্রেনেই জন্ম নিল একটি শিশুর। স্থানীয় সূত্রে খবর, রাজশাহী স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই ট্রেনের মধ্যে প্রসব যন্ত্রণা ওঠে এক মহিলার। ট্রেনে কোনো চিকিৎসক না থাকায় ট্রেনের যাত্রীদের সহযোগিতায় ট্রেনেই ওই মহিলা জন্ম দেন একটি পুত্রসন্তানের।

এক ট্রেনযাত্রীর কথায়, সম্পূর্ণ অপরিচিত এই মা ও শিশুটি গতকাল ট্রেনের এই বগির সকলের কাছেরজন হয়ে উঠেছে। সকলের মধ্যেই উদ্বেগ উৎকন্ঠা।

কোন ডাক্তার ছিলো না। আল্লাহর রহমতে নরমাল ডেলিভারি হইছে। হওয়ার পর নাড়ী কাটার কেউ নাই কিছুই নাই। ট্রেনের বগি থেকে কেউ দিছে সুতা, কেউ ব্লেড দিছে, কেউ নতুন কাপড় দিছে। আমাদের কাছে হেক্সিসল আর গজ কাপড় ছিলো। এগুলো সব ওনাদের দেই।

পরে ডাক্তারের সাথে ফোনে কথা বলে ডাক্তার লাইনে থেকে বলে দিছে কিভাবে নাড়ী কাটতে হবে। এক মহিলা ফোনে শুনে নাড়ী শেষমেশ কেটেছে।

পিচ্চি ও মা দুজনাই আলহামদুলিল্লাহ ভালে আছে।“

আর পড়তে পারেন