শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালেই বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন ; সকল প্রস্তুতি সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল:

রাত পোহালেই রবিবার( ৫ মে) বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আইনি জটিলতার কারণে গত ২৮ মার্চ এই উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। ৩১ মার্চ চতুর্থ ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

শনিবার বরুড়া উপজেলা পরিষদে সকাল ১১টায় প্রিজাইডিং ও সহকারী রিটানিং অফিসারের
উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে।রবিবার(৫ মে) যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এন এম মইনুল ইসলাম বলেন, বরুড়ার জনগণ ও ভোটাররা দলমত-নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। নির্বাচনে জিতলে এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।

এই উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ১০৭ ও নারী ১ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯।

আর পড়তে পারেন