বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাবিতে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলায় কুবিসাসের নিন্দা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
পেশাগত দায়িত্ব পালনের সময় ‘দ্যা ডেইলি স্টার’ পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানের ওপর ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
বুধবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দোষীদের দ্রুত চিহিৃত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, দেশে সাংবাদিককে লাঞ্ছিত করা, মারধর করা, হুমকি প্রদান করা, পেশাগত কাজে বাধা দেওয়া আজ নতুন নয়। এ রুপ কর্মকান্ড সাংবাদিক তথা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। ন্যক্কারজনক কর্মকান্ডগুলোর বিচার না হওয়া এর অন্যতম কারন। অপরাধীর পরিচয় যেমন ভিন্ন কিছু হতে পারে না তেমনি এ অপরাধী পার পেয়ে যেতে পারে না।
উল্লেখ্য, গত সোমবার (১০ জুলাই, ২০১৭) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আরাফাত রহামনের উপর হামলা চালায় কতিপয় বিপথগামী ছাত্রলীগ কর্মী।

আর পড়তে পারেন