বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতন ও বর্বর গণহত্যা বন্ধের দাবিতে কুমিল্লায় মানবাধিকার কমিশনের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৩, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার :
কুমিল্লায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা জেলা, মহানগর ও সদর দক্ষিণ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতন, ধর্ষন ও বর্বর গণহত্যা বন্ধের প্রতিবাদে নগরীর টাউন হলের সামনে মঙ্গলবার বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তাগণ অচিরেই মায়ানমারে রোহিঙ্গাদের এই বর্বর হত্যা বন্ধের দাবী জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ও জাতিসংঘ এবং ওআইসিকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয় এবং বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও আঞ্চলিক সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়দুল কবির মোহন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, সহ-সভাপতি এস এম গোলাম বায়েজিদ, মহানগর মানবাধিকার কমিশনের সভাপতি তরিকুল ইসলাম লিটন, জেলা মানবাধিকার কমিশনের জিএম ফারুক, নবী নেওয়াজ, ওয়াজ করুনী, কাজী মাহতাব, সৈয়দ ডালিম হোসেন, মো: ইউসুফ, এনামুল হক মাসুদ, জহিরুল কাইয়ুম, ডা. মানিক হোসেন, সদর দক্ষিণ উপজেলা সভাপতি জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম, মহানগর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, নির্বাহী সদস্য আবদুল হান্নান, মেহেদী হাসান, আবুল হাশেম, মো: শাহীন, জাকির হোসেন, মাজহারুল হক, এড দেলোয়ার হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন