শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে কুমিল্লায় ৯ পরিবহন চাঁদাবাজ আটক, চাঁদার টাকা ও রশিদ জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২১
news-image

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের আটকের পর তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদসহ প্রায় ৩১ হাজার টাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব-১১ সিপিসি-২ জানায়, পৃথক পৃথক অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় ৬ জন, চান্দিনা ও দেবীদ্বার থেকে বাকি ৩ জনকে আটক করা হয়। এসব এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের জন্য তারা বিভিন্ন পরিবহন সংগঠনের নামে ভুয়া রশিদ ব্যবহার করছিলো।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

আর পড়তে পারেন