শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউন ও আইনগত কিছু আলোচনা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০২১
news-image

এডভোকেট সুদীপ রায়:

ধারাঃ ২৬৯। কোন কার্য দ্বারা জীবনের পক্ষে বিপজ্জনক কোন রোগের সংক্রমন ছড়াইতে পারে জানিয়াও অবহেলাবশতঃ উহা করা

কোন ব্যক্তি যদি বেআইনীভাবে বা অবহেলামূলকভাবে এমন কোন কার্য করে যা জীবন বিপন্নকারী মারাত্মক কোন রোগের সংক্রমণ ছড়াতে পারে, তা জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তা করে, তবে-সেই ব্যক্তি ছয়মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

উল্লেখ্য যে :
জ্ঞান ও বিশ্বাসের প্রশ্নের উত্তর তথ্যের উপর  নির্ভরশীল। বসন্ত রোগাক্রান্ত শিশুকে হাসপাতালে  স্থানান্তর করিবার আদেশ করায় রুগ্ন শিশুর মাতা জ্ঞাত ও বিশ্বাসমতে এই ধারায় অপরাধ করিয়াছেন কিনা এই প্রশ্নের উওরে আদালত সিদ্ধান্ত গ্রহণ করেন যে,মাতা কোন অপরাধ করেন নাই।
[ এল আই আর ২৪ কল. ৪৯৪ ]

পরামর্শ সহ আলোচনা :
আমার ব্যক্তিগত পরামর্শ হলো রাস্তায় বের হওয়া মানুষকে শাস্তি বা, সাজা দেওয়ার পূর্বে তাঁর –
কভিড ১৯ টেস্ট এবং ফলাফল পজেটিভ হলেই কেবল সাজা দেওয়া বাঞ্চনীয় নতুবা বিনা কারণে বাহিরে বের হওয়ার জন্য এবং মাস্ক না ব্যবহার করার জন্য জরিমানা করা যেতে পারে বা প্রথমবারের মতো হুশিয়ার করা যেতে পারে। ধন্যবাদ

এডভোকেট সুদীপ রায়
সরকারি কৌশুলী এপিপি
অতিরিক্ত জেলা ও দায়রাজজ কোর্ট কুমিল্লা।
এবং  উপজেলা প্রতিনিধি দেবিদ্বার, দৈনিক পূর্বাশা, কুমিল্লা।

আর পড়তে পারেন