শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে নিখোঁজের ৩দিন পর ৯৯৯-এ ফোন পেয়ে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

কুমিল্লার লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকা থেকে নিখোঁজের ৩দিন পর ৯৯৯-এ ফোন পেয়ে আজাদ আহমেদ মুন্না (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।সে সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার বড়হরি গ্রামে মঞ্জিল মিয়ার ছেলে। প্রায় ১ বছর ধরে শিশুটি পিতা-মাতার সাথে নানার বাড়িতে গন্ডামারায় বসবাস করছিল।

জানা যায়, গত ২৪ নভেম্বর বিকেলে মুন্না দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি । বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার মা মনোয়ারা বেগম ২৫ নভেম্বর সকালে লাকসাম থানায় জিডি এবং এলাকায় মাইকিং করে। শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ও এসআই আমিনুল হক সিকদার গন্ডামারা এলাকায় একটি মাঠের পাশে ছোবহান মিয়ার ডোবা থেকে মরদেহ উদ্ধার করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন