শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে পেটালো পরীক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে পিটিয়ে আহত করেছে রাসেল মিয়া নামে এক এইচএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আবদুস ছোবান লাকসাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লাকসাম উপজেলা মডেল কলেজের শিক্ষক।

রাসেল মিয়া লাকসাম পশ্চিমগাঁও এলাকার আলী নওয়াবের ছেলে। সে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় বিভাগের ছাত্র।

লাকসাম মডেল কলেজের অধ্যক্ষ আবু তাহের জানায়,বুধবার (২৫ এপ্রিল) নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যবসায় শিক্ষা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে রাসেল নকল করার চেষ্টা করে। এসময় শিক্ষক আবদুস ছোবান তার কাছ থেকে নকল কেড়ে নেয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সে ও তার কয়েকজন সহযোগী মিলে ওই শিক্ষককে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে লাকসাম থানার ওসি আবদুল্লাহ-আল মাহফুজ জানান,শিক্ষককে পিটিয়ে আহত করায় থানায় ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষক আবদুস ছোবান একটি মামলা করেছেন। ওই পরীক্ষার্থীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। পরীক্ষাকেন্দ্রে অসুদপায় অবলম্বনের চেষ্টা এবং শিক্ষককে পেটানোর দায়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

আর পড়তে পারেন