শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে মসজিদের মাসিক ২০ টাকা আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে মসজিদের ইমামের টাকা ও ধান উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের দুই দফায় সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার উপজেলার মুদাফরগন্জ দক্ষিন ইউনিয়নের কাকৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্নিনিকে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাকৈয়া দক্ষিন পাড়া জামে মসজিদের সভাপতি বারেক মিয়া বলেন, মসজিদের বকেয়া টাকার বাবদ ধান উত্তোলন নিয়ে সংঘর্ষের গটনা ঘটে৷ এতে ১২/১৩ জন আহত হয়েছে তা দূঃখজনক। মসজিদের আদায়কারি বলেন, নাছির ও বিল্লালের পরিবারের লোকজন কেউ কারো কথা শুনেনা, যেহেতু দুই পক্ষের মামলা হয়েছে পুলিশ বিষয়টি দেখবেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মুদাফরগন্জ দক্ষিন ইউনিয়নের কাকৈয়া গ্রামে দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা ও কমিটির সন্মানে বছরে একবার করে ধান উত্তোলন করেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার ও মুসলিম দের নিয়ে ঘরে ঘরে গিয়ে টাকা ও ধান উত্তোলন করেন ঐ দিন কারি বাড়ির মৃত আলী মিয়ার ছেলে বিল্লাল হোসেন কাছে মসজিদের ৮ মাসের বকেয়া ১৬০ টাকা না পেয়ে ধান উত্তোলন করেন আবুল বাসারের ছেলে নাছির উদ্দিন এসময় বিল্লালের পরিবারে লোকজন বেশি ধান নেওয়া দাবি করে উত্তেজনা সৃষ্টি করেন আদায় কারিদের সাথে। এক পর্যায় উভয়ের মধ্যে নারী-পরুষ হামলা করে। এতে উভয়ের মধ্যে ১২ জন আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে আহত দেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ঐ দিন সন্ধ্যায় লাঠি, দেশিওঅস্ত্র নিয়ে দুই পক্ষ দ্বিতীয় দফা হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে৷
শনিবার উভয় পক্ষ লাকসাম থানা অবিযোগ দায়ের করেন।আজ রবিবার অভিযোগ নিয়ে ঘটনার স্থলে পুলিশ গেলে পুলিশ দেখে তাদের মধ্যে উত্তোজনা দেখা দেয় পরে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর বলেন, মসজিদের টাকা ও ধান নিয়ে তাদের মধ্যে হামলা হয়েছে সেটা দূঃখের বিষয়। আর তারা কেউ কাউকে মানেন না। থানায় অভিযোগ যেহেতু হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করবে।

আর পড়তে পারেন