শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে সায়েম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৬, ২০২০
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামের কলেজ ছাত্র মো. নাহিদুল ইসলাম সায়েম (২২) হত্যা মামলার দুই আসামি এএসএম মাইনুল ইসলাম প্রকাশ লিংকন পাটেয়ারী (২৬) ও তার ছোট ভাই এএসএম মিনহাজুল ইসলাম প্রকাশ লিপন পাটোয়ারীকে (২০) ঢাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল। বৃহস্পতিবার তাদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার নাগরীপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে ও চাঁদপুর পুরাতন বাজার ডিগ্রি কলেজের ছাত্র নাহিদুল ইসলাম সায়েমকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪ জুলাই সকালে একই এলাকার জসিম পাটোয়ারীর ছেলে লিংকন পাটোয়ারী, লিমন পাটোয়ারী, লিপন পাটোয়ারী, শাহাজাহান পাটোয়ারীর ছেলে মো. দিদারুল ইসলাম পাটোয়ারী, মৃত গফুর পাটোয়ারীর ছেলে জসীম পাটোয়ারী, জসীম পাটোয়ারীর ছেলে শাহিনা পারভীনসহ আরো অজ্ঞাত ৪/৫ জনের একটি দল কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার চারদিন পর ৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।

ওই দিনই নিহত সায়েমের মা পারুল বেগম বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ৮ আগস্ট মামলাটি কুমিল্লা ডিবিতে হস্তান্তর করা হয়। কুমিল্লা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন তদন্তের দায়িত্ব পেয়ে গত ২৮ আগস্ট মামলার ৪ নং আসামি মো. দিদারুল ইসলাম পাটোয়ারীকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন এলআইসি টিমের সহযোগিতায় রাজধানীর উত্তরা ১৪ নং সেক্টরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত ১ নং আসামি এএসএম মাইনুল ইসলাম প্রকাশ লিংকন পাটেয়ারী ও তার ছোট ভাই এএসএম মিনহাজুল ইসলাম প্রকাশ লিপন পাটোয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার কুমিল্লা আদালতে হাজির করলে আসামিরা হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আর পড়তে পারেন