সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হিরা:

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীর শ্রেষ্ট সন্তান শেখ মজিবুর রহমানের স্বরণে জাতীয় শোক দিবস পালিত হয়েছে৷ শনিবার (১৫আগষ্ট) সকালে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে স্ব স্ব প্রতিঠানে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওমীলীগ, লাকসাম পৌরসভা, উপজেলা মহিলা আ’লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীক সংগঠন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের শুরুতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও শোক র‌্যালীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভিবিন্ন অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উজালা রানী চাকমা, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, আবদুল আলিম দিদার, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, কাউন্সিলর নাসিমা সুলতানা (সংরক্ষিত) যুবলীগ সদস্য মনিরুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠীনক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আর পড়তে পারেন