মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাইয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে লালমাই উপজেলার কাছিয়া পুকুরিয়া মানিক মেম্বারের বাড়ি ও হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ (২৯ নভেম্বর) অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য নুরজাহান বেগম, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার মো: মুজিবুর রহমান ও সমাজ সেবক মো: হাবিবুর রহমান।

বক্তাগণ করোনা ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু অধিকার, স্যানিটেশন, পরিবেশ, মা ও শিশু স্বাস্থ্য, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

 

 

আর পড়তে পারেন