শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাই ডিগ্রি কলেজ মাঠের একাংশ দখল করে গরুর হাট

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লালমাই উপজেলা ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠের একাংশ দখল করে অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কলেজ কমিটির সভাপতি নাফিজা কামাল ও প্রিন্সিপাল ফারুক হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত আবেদনপত্র লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয় নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী মহলে অসন্তোষ বিরাজ করছে। গরুর হাটের দিন কলেজে উপস্থিতি কমে যাচ্ছে। লেখাপড়া ও ক্লাসের পরিবেশে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রায় ১৩ বছর ধরে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার স্কুল মাঠে গরুর হাট বসিয়ে আসছে। বুচ্চি বাজার কমিটি হাট বসিয়ে আর্থিক সুবিধা ভোগ করে আসছে।

বাজার পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান একরাম হোসেনকে বারবার মুঠোফোনে কল করে মতামত নেওয়া যায়নি।

কলেজ গভর্নিং বডির সদস্য সমাজসেবক রুহুল আমিন বলেন, কলেজ মাঠে গরুর হাট বসানো ঠিক হচ্ছে না। অচিরেই এ বিষয় সুরাহা করার আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, সমস্যাটি দীর্ঘ দিনের আমি স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিগণ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
সূত্র:যুগান্তর

আর পড়তে পারেন