বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাশ শনাক্তে,স্বজনরা ডিএনএ নমুনা দিতে হাসপাতালে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ অটোরিকশাচালক মো. ইব্রাহিমের মেয়ে নাসিমা আক্তার (১০) মা ও চাচার সঙ্গে এসেছে ডিএনএ নমুনা দিতে। শাহাবুদ্দীন আজ পাঁচ দিন ধরে নিখোঁজ। তাঁর রিকশার গ্যারেজ ছিল কামরাঙ্গীরচর এলাকায়। গ্যারেজের লোকজন বলছে, শাহাবুদ্দীন চকবাজার এলাকায় রিকশা চালান নিয়মিত। বাবা হাসান আলী ভোলা থেকে স্বজন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ডিএনএ নমুনা দিতে।

২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুন কেড়ে নেয় ৬৭টি প্রাণ। এর মধ্যে ৪৮টি লাশ শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি লাশ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে। ঘটনার সময়ে চকবাজার এলাকায় থাকা নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমাচ্ছেন হাসপাতালে। হাসান আলীও সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া লাশের মধ্যে যদি তাঁর শাহাবুদ্দীন থাকে! সেই আশাতেই মর্গের সামনে হাজির হয়েছেন হাসান আলী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নমুনা সংগ্রহ ডেস্কে বসেই ছেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আর পড়তে পারেন