শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তি কেশরাঙ্গা গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০১৮
news-image

 

মো: জাহাংগীর আলম হৃদয় ঃ

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।

গত ১৮ মার্চ রোববার টেলিকনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার জন্যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আর কোনো গরিব নিরীহ ব্যক্তি যেনো এ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত না হয়, এদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী ৪ মাসের মধ্যে শাহরাস্তি উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে বিদ্যুৎ ছাড়া কোনো ঘর বাকি থাকবে না। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে পুনরায় ভোট দিয়ে বর্তমান সরকারকে আবারো দেশ পরিচালনার সুযোগ দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং হুমায়ুন কবির সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান, ছানাউল্যাহ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান তপাদার প্রমুখ। কেশরাঙ্গা গ্রামের ১৭২ জন গ্রাহকের মাঝে গতকাল বিদ্যুতের সংযোগ দেয়া হয়।

আর পড়তে পারেন