শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিউলী ফুল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০২০
news-image

মোঃ শাহাদাত হুসাইন:

কুয়াশার চাদরকে গায়ে জড়িয়েই
এসেছে শীতের বুড়ি আমাদের গাঁয়
খেজুরের রস নিতে সেতারার বাপ
বাগানের পথ ধরে তর পায়ে যায়।

তিনবার গাছ কেটে নল পাতে বুকে
মধুরাণী রস দেয় মনেরই সুখে
রস পাওয়া যায় গুণে দিনে দুইবার
রসের ঘ্রাণে যেন ভরে চারিধার।

খেজুরের রস দিয়ে গুড়, আর পিঠা
জ্বিহ্বের ডগায় যেন লেগে থাকে মিঠা।
শ্বশুর মশাই আসে জামাতার বাড়ি
সাথে থাকে আশা ভরা রসের হাঁড়ি।

সকালের রসকে বলে ‘জিরেন’ রস
বিকেলে প্রাপ্তি ‘ওলা’ নামে খ্যাতি যস।
দুষ্টের চোখ থাকে রসের হাঁড়িতে
চুরি করে সুযোগে নিয়ে নেয় বাড়িতে।

হাঁড়িতে ছুড়ে ঢিল দুষ্টেরই দল
তাই দেখে শিউলীর আঁখি টলোমল।
শিউলীরা ধরে রাখে আমাদের প্রাণ
ইতিহাসে ছাপা নেই শুধু তার গান৷

শীতের কাহন যেন শিউলীর বুকে
ভরে দেয় প্রাণ তার অজুত সুখে।
তারা যদি বেঁচে যায় বাঁচবে স্বদেশ
স্মৃতিরা ছড়াবে শুধু সোনালী আবেশ।

লেখক:

মোঃ শাহাদাত হুসাইন
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
হাটহাজারী, চট্টগ্রাম ।

আর পড়তে পারেন