শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশুদের মাঝে সুশিক্ষা ছড়িয়ে দিলে তারাই হবে আগামীর দেশ গড়ার কারিগর —ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০১৭
news-image

মোঃ মাহবুব আলম ও মোঃ সিদ্দিকুর রহমান নয়নঃ
শিশুদের মাঝে সুশিক্ষা ছড়িয়ে দিতে পারলে তারাই হবে আগামীর দেশ গড়ার কারিগর। কথাগুলো বলেছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ,গ্যাস ও জালানী মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
শুক্রবার ২৭ অক্টোবর বিকেল ৪ টায় শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত উক্ত অনুষ্ঠানে ৪ জন টেলেন্টফুল ও ৪২ জন সাধারণ গ্রেডে বৃত্তি এবং সনদ প্রদান করা হয়েছে। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক মোঃ নুরে আলম ফরাজির সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ পরিচালক রাজিব হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ দেলোয়ার হোসেন, দশনাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইব্রাহীম খলিল, সংস্থার উপদেষ্টা মোঃ আবুল হাসানাত জুল হাস, মোঃ রেদোয়ান হোসাইন,হাফেজ মাওঃ সানা উল্লাহ। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন, সংস্থার অন্যতম উপদেষ্টা মাওঃ সাইদুল ইসলাম মজুমদার, প্রধান বক্তা সংস্থার জেলা কমিটির সমন্বয়ক সদস্য মোঃ আব্দুল্লাহ আল আমিন সাকি বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ মুকবুল চৌধুরী, মোঃ জামাল হোসেন, মোঃ হুমায়ুন কবীর হীরু,কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকারী পরিষদের সদস্য হোসেন মীর। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুইরাই আমাদের আগামীর পথ প্রদর্শক। কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন