রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শীর্ষ আইএস নেতা তুরস্ক থেকে আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০২২
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাশার খাত্তাব গজল আল সুমাইদাই নামে শীর্ষ এক আইএস নেতাকে তুরস্কে আটক করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার ওই আইএস নেতাকে গ্রেফতারের ঘোষণা দেন। খবর আনাদোলুর।

আবু জায়েদ বা মাস্টার জায়েদ ছদ্ম নামে তিনি তুরস্কে অবস্থান করছিলেন। ইস্তানবুলে বিমানে বসে সাংবাদিকদের এ তথ্য জানান এরদোগান।

তিনি বলকান অঞ্চলের তিন দেশ সফর শেষে বৃহস্পতিবার তিনি তুরস্কে এসে পৌঁছান।

এরদোগান বলেন, সিরিয়া ও ইস্তানবুলে যাতায়াত করা ওই আইএস নেতার ওপর বহু দিন ধরে নজর রাখছিলেন তুরস্কের গোয়েন্দারা।

বর্তমানে পুলিশ হেফাজতে ওই আইএস নেতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আর পড়তে পারেন