বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে মিল চালু: কুমিল্লায় পাবন টেক্সটাইলকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সরকারি নির্দেশনা অমান্য করে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে মিল চালু রাখায় ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় পাবন টেক্সটাইল মিলকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা জানান, গেটে তালা দিয়ে ভেতরে কাজ করছে শ্রমিকরা। যা একেবারেই অস্বাস্থ্যকর এবং করোনা ছড়ানোর উপাদান থাকার কারণে এ জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আমাদের জরিমানা করা মুখ্য বিষয় নয়, এভাবে যেন অস্বাস্থ্যকর পরিবেশে কেউ যেন প্রতিষ্ঠান চালু না রাখে সেজন্য সতর্কতামূলক এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়েছে।

এর আগে নগরীর রাজগঞ্জ বাজার এবং পানপট্টি এলাকায় চাল বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য মনিটরিং করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আর পড়তে পারেন