বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংঘর্ষ দিয়ে শুরু কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলা ও সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে দেবিদ্বার আসনের সাংসদ রাজী ফখরুল মুন্সি ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ ঘন্টাব্যাপি চলে এ সংঘর্ষ। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে সাধারণ সম্পাদক প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি’র বিলবোর্ড ছিঁড়ে ফেলায় থানায় জিডি করেছেন তিনি।

সকাল ১০টায় চান্দিনা মহিলা বিশ্বিবিদ্যালয় কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনে সভাপতিত্ব করছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবদুল আউয়াল সরকার।

দলের তৃণমূলের নেতাকর্মীরা জানান, ৭১টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে তেমন কোন প্রচারণা না থাকলেও সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম বেশ আলোচিত হচ্ছে। পদপ্রত্যাশীরা হচ্ছেন- সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে দেবিদ্বার সংসদীয় আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, হোমনা-তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (সিআইপি)। বর্তমান কমিটির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, যুগ্ম সম্পাদক শিল্পপতি মো. রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

আর পড়তে পারেন