শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ অক্টোবর) সকালে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুর রহমান, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, সদর দক্ষিণ ও নবগঠিত লালমাই উপজেলার ৩৩৫ টি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে সপ্তাহ ব্যাপী।

দুই উপজেলায় ৯৮,৫০০ শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।